ইদানিং লুটপাট থেকে রেহাই পাচ্ছে না কবরস্থানও। তাইতো জর্ডানের এক প্রাচীন গোরস্তানে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তবে এ নজরদারি মানুষ করবে না, করবে ড্রোন। ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের প্রত্নতত্ত্ববিদ এবং ড্রোন চালক শাড হিল ড্রোন দিয়ে এ নজরদারির ব্যবস্থা করেছেন।
প্রযুক্তিবিয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ল্যান্ডস্কেপস অফ দ্যা ডেড রিসার্চ প্রজেক্ট’ এর একটি অংশ ওই প্রকল্পটি। জর্ডানের ওই গোরস্তানটি ছাড়া আরও প্রায় ১ হাজারেরও বেশি গোরস্তান নিয়ে গবেষণা করবেন হিল এবং তার দল। ড্রোনের মাধ্যমে তোলা ছবিগুলো একত্র করে স্থানগুলোর ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেন তারা।
ডেড সি সমুদ্রতীরবর্তী ফিফা অঞ্চলে মৃতদেহকে দাফন করা হয় সিরামিকের ডিঙ্গি, কারেনেলিয়ান জপমালা, শামুকের খোলের তৈরি ব্রেসলেট ইত্যাদি মুল্যবান সামগ্রী পরিয়ে। এসব মুল্যবান সামগ্রীর জন্য বহু বছর ধরেই এই প্রাচীন কবরস্থানগুলোতে চলে আসছে লুটপাট।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল ২০১৫/ এস আহমেদ