যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ইন্টেল স্মার্টফোনের জন্য নতুন এক ধরনের ক্যামেরা নিয়ে আসছে। এটি হালকা, পাতলা ও ছোটো যা যেকোনো মোবাইল ও ট্যাবে ব্যবহার করা যাবে। সম্প্রতি চীনের শেনজেনে অনুষ্ঠিত প্রযুক্তি সম্মেলনে ইন্টেলের প্রধান নির্বাহী ব্রায়ান ক্রেজনিক নতুন এমন একটি প্রযুক্তি প্রদর্শন করেছেন। অনুষ্ঠানে ইন্টেলের প্রধান ক্রেজনিক রিয়েলসেন্সের নতুন ওই থ্রিডি ক্যামেরা প্রযুক্তিটি দেখান। ক্যামেরাটি দিয়ে ছবি তোলার পর ফোকাস ঠিক করা যাবে।
ক্রেজনিক বলেন, 'রিয়ালসেন্স থ্রিডি ক্যামেরা ব্যক্তিগত কম্পিউটার ও ট্যাবলেটে আনতে কাজ করছে ইন্টেল। এর আকার ছোট করায় এখন তা স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। মাইক্রোসফটের কাইনেক্ট ডিভাইসের মতো রিয়ালসেন্স থ্রিডি ক্যামেরাযুক্ত পণ্যে জেশ্চার কন্ট্রোল সমর্থন করবে।
অনুষ্ঠানে 'সোফিয়া' নামের অ্যাটম এক্স ৩ প্রসেসরও আনার ঘোষণা দেন ইন্টেলের প্রধান নির্বাহী। এই প্রসেসরটি ইন্টারনেট অব থিংসের (আইওটি) ক্ষেত্রে কাজে লাগানো যাবে। ইন্টারনেট অব থিংস হচ্ছে সব পণ্যের মধ্যেই ইন্টারনেট সংযোগ সুবিধা। অ্যাটম এক্স ৩ প্রসেসরটি ট্যাব ও স্মার্টফোনের জন্য তৈরি করা হলেও এটি আইওটির ক্ষেত্রে কাজে লাগানো যাবে। থ্রিজি ও এলটিই সমর্থন সুবিধার এই চিপটি অ্যান্ড্রয়েড, লিনাক্সসহ বিভিন্ন ডেভেলপার কিট দিয়ে চালানো যাবে।
বিডি-প্রতিদিন/ ১০ এপ্রিল ২০১৫/শরীফ