সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রি-স্কুলে পড়াশোনার সময় শিক্ষা সংক্রান্ত মোবাইলের বিশেষ অ্যাপ শ্রেণিকক্ষে ব্যবহার করলে বাচ্চাদের Smartness বাড়ে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের চাইল্ডহুড অ্যান্ড লিটেরেসি এডুকেশনের অধ্যাপক সুসান নিউম্যান জানিয়েছেন, আমাদের সমীক্ষার বিষয় ছিল যে এই মোটিভেটিং অ্যাপ গুলি ব্যবহার করে শিশুদের মধ্যে শেখার আগ্রহ বাড়ানো যায় কিনা। ক্লাসে অ্যাপ গুলির ব্যবহারে বাচ্চাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে। ওরা এতে বেশ উদ্বুদ্ধ হচ্ছে।' এ ক্ষেত্রে প্রধানত ২টি অ্যাপ ব্যবহার করা হয়েছে— Learn এবং Homer. মোট ১০টি প্রি-স্কুল ক্লাসে ১৪৮টি শিশুর মধ্যে এই সমীক্ষা চালানো হয়।
অ্যাপের ব্যবহার শব্দ উচ্চারণ করা বা শিশুদের কথা বলার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছে বলে গবেষকরা জানিয়েছেন। শব্দটি শুনে জিনিসটি চিনে নেওয়ার ক্ষেত্রেও বাচ্চারা বেশ চটপটে হয়ে উঠছে। ফলে সামগ্রিকভাবে শব্দ দেখে উচ্চারণ এবং পড়া, এই দু'টি ক্ষেত্রে শিশুরা বেশ তৎপর হচ্ছে। গোটা গবেষণার বিষয়টি শিকাগোতে আমেরিকান এডুকেশন রিসার্চ অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় চুলে ধরা হয়।
সূত্র: ইন্টারনেট
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৫/ রশিদা