আগামীকাল ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য এসএমএস এবং অনলাইনে খোঁজা ও জানার ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন।
কার ভোটকেন্দ্রে কোনটি এবং ভোটার নাম্বার কত তা এসএমএস করেও জানা যাবে। এজন্য যেসব আগ্রহী ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৭ ডিজিটের তাদের ক্ষেত্রে এসএমএস অপশনে গিয়ে PC লিখে একটি স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করে পাঠিয়ে দিতে হবে ১৬১০৩ নম্বরে।
আর যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ১৩ ডিজিটের তাদের ক্ষেত্রে ম্যাসেজ অপশনে গিয়ে PC লিখে একটি স্পেস দিয়ে টাইপ করতে হবে ৪ ডিজিটের জন্ম সাল এবং আরেকটি স্পেস দিয়ে টাইপ করতে হবে ১৩ ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর। এরপর ম্যাসেজটি পাঠিয়ে দিতে হবে ১৬১০৩ নম্বরে।
যেসকল ভোটার জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনো তা হাতে পাননি, তারা মোবাইলের ম্যাসেজ অপশন থেকে PC লিখে একটি স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে জন্ম তারিখ দিন-মাস-বছর (dd-mm-yyyy0 ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে ১৬১০৩ নম্বরে।
এছাড়া ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://services.nidw.gov.bd বা www.ec.gov.bd থেকেও ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য জেনে নিতে পারবেন।
বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৫/শরীফ