বর্তমানে কম্পিউটার নির্ভর হয়ে পড়েছে সব কার্যকর্ম। আর এতে করে অফিস টাইমের ৮ ঘণ্টায় আপনার সামনে কম্পিউটার। তার ওপর একটা দিনই মাত্র ছুটি। সেদিনটাও যদি কেটে যায় চোখের ডাক্তারের কাছে গিয়ে তাহলে কারই বা ভালো লাগে। তবে এবার আর চোখের সমস্যার জন্য আপনাকে ডাক্তারের কাছে ছুটতে হবে। কারণ হাতের থাকা স্মার্ট ফোনই বলে দেবে কেমন আছে আপনার চোখ। আর একাছে ব্যবহার করা হবে ‘পকেট অপটিসিয়ান’ নামের একটি অ্যাপ। খুব সহজে এবং তাড়াতিাড়ি দৃষ্টি ক্ষমতা পরীক্ষা করে দেবে এই অ্যাপটি।
অ্যাপটি ঠিক মতো কাজ করবে কি না? তা জানার জন্যই পরীক্ষা করা হয়েছিল কেনিয়ার ২৩৩ জনের উপর। পোর্টেবেল আই এক্সামিনেশন কিট (Peek) দিয়ে পরীক্ষা করে দেখা গেছে সাধারণ আইটেস্ট পরীক্ষার সঙ্গে তার ফলাফল হুবহু মিলে গেছে।
স্কটল্যান্ডের সহকর্মীদের সঙ্গে লন্ডনের এক গবেষক দল এমন একটি স্মার্টফোন তৈরি করে ফেলেছেন যাতে চোখ পরীক্ষা করার জন্য বহু টেস্টের একটা সিরিজ আছে। খুব সহজেই আপনি একাই এই টেস্টগুলো করে নিতে পারবেন।
এই অ্যাপ ফোনের ক্যামেরাকে চোখের লেন্সকে স্ক্যান করার কাজে লাগায় peek। এমন কি ছানি পরীক্ষার কাজেও আসে এই স্ক্যান করা ছবি। তাছাড়া, ক্যামেরার ফ্ল্যাশকে ইলুমিনেট করে চোখের অন্যান্য অসুখ পরীক্ষা করতে পারে এই অ্যাপ।
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৫/মাহবুব