নির্ধারিত সময়ের এক মাস আগেই আইফোনের নতুন সংস্করণের বাজারে আসছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি মেইল ফাঁস হওয়ায় আইফোনের উন্মোচনের তারিখ অক্টোবরের পরিবর্তে সেপ্টেম্বর বলে জানা যায়।
আইফোনের নতুন সংস্করণ কি হবে সেটা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নতুন সংস্করণের আইফোন হবে আইফোন-সিক্সএস।
এর আগেও আইফোনের পরবর্তী সংস্করণের উন্মোচন নিয়ে গুজব রটেছিল। তখন জানানো হয়েছিলো অক্টোবরে আসছে ডিভাইসটি। কিন্তু ফাঁস হওয়া মেইল থেকে জানা যায়, সেপ্টেম্বরের ২৫ তারিখে বাজারে আসছে আইফোনের নতুন সংস্করণ।
অ্যাপল প্রতিবারই তাদের ডিভাইসে কোনো না কোনো নতুনত্ব নিয়ে আসে। এ কারণে আইফোনের পরবর্তী সংস্করণ নিয়ে অপেক্ষায় থাকেন অ্যাপলপ্রেমীরা।
এ সংস্করণের আইফোনের ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন থাকতে পারে। তবে সব জানতে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ