শুধু মোবাইল নয়, এবার ঘড়িতেও হবে অার্থিক লেনদেন। চলতি বছরের মধ্যেই মোবাইল লেনদেন সেবা সম্বলিত স্মার্ট ঘড়ি বাজারে আনতে যাচ্ছে স্যামসাং।
স্যামসাং তাদের নতুন এই স্মার্ট ঘড়িতে যে প্রযুক্তি ব্যবহার করবে তার নাম নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি)। এ প্রযুক্তির মাধ্যমে অর্থ লেনদেন সেবা ব্যবহার করা যাবে। অ্যাপলও তাদের স্মার্টঘড়িতে একই প্রযুক্তি ব্যবহার করেছে।
এরই মধ্যে অ্যাপলের মোবাইল লেনদেন সেবা বাজারে এসেছে। এছাড়া পেপালের মতো সেবা তো রয়েছেই। তবে এসব সেবা অধিকাংশ ক্ষেত্রে স্মার্টফোন ও ট্যাবলেটের মতো ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। এখন মোবাইল ডিভাইসের পাশাপাশি পরিধেয় বস্তুতে যাতে অর্থ লেনদেন করা যায় সে ব্যবস্থা করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ