সরকারের তথ্য ও প্রযুক্তির বিভাগের উদ্যোগে 'জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস প্রশিক্ষক ও সৃজনশীল অ্যাপস উন্নয়ন’ কর্মসূচির বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে রবিবার ৭ই জুন দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড: ফায়েকউজ্জামান।
এ সময় তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তি প্রসার বিভিন্ন ভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এ উদ্যোগ একটি মাইলফলক হিসেবে ভুমিকা রাখবে।’
ইএটিএল এর ব্যবস্থাপনা পরিচালক মুবিন খান তার বক্তৃতায় বলেন, ‘২০১৩ সালে মোবাইল অ্যাপস গ্লোবাল জিডিপি তে ২৯.৫ বিলিয়ন ডলার অবদার রেখেছে যা বিশ্বের সমগ্র মোবাইল অ্যাপস ইকো সিষ্টেমের ৩.৪%।
আশা করা যাচ্ছে ২০২০ সালে এ খাতে অর্জিত রেভিনিউ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। বর্তমান সময়ে পৃথিবিতে প্রতি সেকেন্ডে ৪.৩ টি বেবি জন্মগ্রহণ করে এবং প্রতি সেকেন্ডে পৃথিবীতে ১৭টি এনড্রয়েড ফোন একটিভেটেড হয়।