চালকবিহীন গাড়ি নিয়ে অনেকদিন থেকেই কাজ করছে সার্চ জায়ান্ট গুগল। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাস্তায় পরীক্ষামূলকভাবে চলছে এ ধরনের গাড়ি। তবে গুগলের পাশাপাশি স্বচালিত গাড়ি নিয়ে কাজ করছে 'চীনের গুগল' নামে পরিচিত সার্চ ইঞ্জিন বাইদু। শুধু তাই নয়, এ বছরই চালকবিহীন গাড়ি রাস্তায় নামানোর ঘোষণাও দিয়েছে বাইদু। চীনের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকওয়েব এ খবর প্রকাশ করেছে।
চায়না ক্লাউড কনফারেন্সে এ ঘোষণা দিয়েছেন বাইদু'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিন ওয়াং। তিনি আরো জানিয়েছেন, ইতোমধ্যেই একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এ গাড়ি তৈরিতে কাজ করছে। আর চলতি বছরের দ্বিতীয়ার্ধেই উন্মুক্ত করা হবে তাদের চালকবিহীন গাড়ি।'
এর আগে বাইদু'র একজন কর্মকর্তা জানিয়েছিলেন, বাইদু সম্পূর্ণ চালকবিহীন গাড়ি নির্মাণে আগ্রহী নয়। এর পরিবর্তে এমন ধরনের গাড়ি তৈরি করা হবে যেখানে চালকের বাড়তি স্বাধীনতা থাকবে। উল্লেখ্য, এর আগে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ'র সঙ্গে আংশিক স্বয়ংক্রিয় গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করেছিল বাইদু। সূত্র : বিবিসির
বিডি-প্রতিদিন/ ১০ জুন ২০১৫/শরীফ