ধীরগতির আর্থিক অগ্রগতি কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্যুইটারের প্রধান নির্বাহী অফিসার (সিইও) ডিক কস্তোলো পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
কস্তোলোর পদত্যাগের পর আপাতত তার জায়গায় আসছে সংস্থার কো-ফাউন্ডার জ্যাক ডরসে। তবে সেটা এখনই নয়। পুরো জুন মাস তিনি দায়িত্ব পালন করবেন। এরপর আগামী ১ জুলাই ডরসে নতুন সিইও হিসেবে যোগ দেবেন। যদিও এর আগেও তিনি ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত এই সংস্থার সিইও ও প্রেসিডেন্ট ছিলেন।
দীর্ঘদিন ধরে ট্যুইটার নিজেদের ব্যবহারকারী সংখ্যা বাড়ানোর চেষ্টা করে চলেছে। ফেসবুক, স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রামের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টাও করছে। কিন্তু, একবছরে তাদের ব্যবহারকারী সংখ্যা বেড়েছে মাত্র ১৪.১ শতাংশ। যেখানে অন্যান্য সবার বৃদ্ধির হার ৩০ শতাংশেরও বেশি। তাই সিইও কস্তোলো এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৫/মাহবুব