বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মিট ডিজিটাল বাংলাদেশ’ আহ্বানে অনুষ্ঠেয় বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫ মেলায় ক্রেতার ভাগ্য অনুযায়ী মূল্য ছাড় দিয়েছে প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেট্সটেক।
তিন দিনব্যাপী এই মেলায় মেটসটেক প্যাভিলিয়নে গিয়ে ‘ওয়ার্ল্ড ডার্ট’ গেম খেলে ক্রয়কৃত ডিভাসের মূল্য থেকে এক হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। গেম বোর্ডে থাকা ১০০, ৩০০, ৫০০ এবং ১,০০০ টাকার ঘরে তীর নিক্ষেপ করে স্থানীয় আমদানীকারক পরিবেশিত দেশী ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, প্রিন্টার, হোম থিয়েটার ইত্যাদি প্রযুক্তি পণ্য কিনে এই ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।
একই সঙ্গে উৎপাদক ও পরিবেশক প্রতিষ্ঠানের দেয়া অফারও মিলবে মেট্সটেক থেকে। ডিজিটাল পণ্য সম্ভার নিয়ে মেলা প্রাঙ্গনে কার্নিভাল জোনের ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ নং প্যাভিলয়ন জুড়েই থাকছে মেটসটেক এর সব আয়োজন।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৫/মাহবুব