চাকরি কিংবা উন্নত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রস্তাব পাঠাবেন? তাহলে একটু চিন্তা করুন, আপনার বায়োডটায় কোনো ভুল আছে কি না। কারণ মিথ্যা ধরতে একটি নয়া এক্সটেনশন আনছে গুগল। এখন থেকে গুগলের এই নয়া এক্সটেনশনের মাধ্যমে সহজেই কোন সিভির সমস্ত এডিট অপশন বা মিথ্যা তথ্য সামনে আসবে। নতুন এই এক্সটেনশনের নাম দেওয়া হয়েছে ‘ড্রাফট ব্যাক’।
এই এক্সটেনশনের কর্মপদ্ধতি সম্পর্কে গুগলের তরফে জানানো হয়েছে, কোন লেখা যা মাইক্রোসফট ওয়ার্ডে লেখা হয়েছে বা গুগল টাইপিংয়ে লেখা হয়েছে তার সমস্ত এডিট করা জায়গাগুলো সহজেই দেখা যাবে। এমনকি কোনো ভাবেই বন্ধ করা যাবে না ডোন্ট এডিট মাই অপশনটি। তাই সাবধান সিভিতে আর মিথ্যা নয়।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৫/মাহবুব