আজ থেকে শুরু হচ্ছে আইসিটি এক্সপো। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই মেলা চলবে ১৭ জুন পর্যন্ত। দেশের সবচেয়ে বড় প্রযুক্তি আয়োজন ‘বাংলাদেশে আইসিটি এক্সপো-২০১৫’ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫ এর আমন্ত্রণপত্র হস্তান্তর করলে তিনি আনুষ্ঠানিকভাবে এই সম্মতি জ্ঞাপন করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সচিব শ্যাম সুন্দর সিকদার, তথ্য প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মাদ জসিম উদ্দিন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে যৌথভাবে এই প্রদর্শনী ও মেলার আয়োজন করছে।
মেলার আয়োজন সম্পর্কে বিসিএস সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, প্রস্ফূটিত দেশীয় প্রযুক্তি শিল্পের টেকসই উন্নয়ন ও সম্ভাবনার প্রতিচিত্র তুলে ধরতেই আমরা এবার ভিন্নমাত্রায় আয়োজন করেছি ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’। দেশের প্রযুক্তি খাতকে নতুন মাত্রা দিতে এই আয়োজনে আমাদের সারথী হয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ। আমরা পাশে পেয়েছি মলার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে। সহযোগী হিসেবে আমাদের সঙ্গে রয়েছে বেসিস, সিটিও ফোরাম এবং আইএসপিএবি।
মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে ডেল ও এইচপি। গোল্ড স্পন্সর কনিকা মিনোল্টা এবং মাইক্রোল্যাব। সিলভার স্পন্সর হিসেবে থাকছে প্রোলিংক এবং এন আরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড। মেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এফ এম ৮৯.৬ এবং দৈনিক সমকাল।
বিসিএসের সহ-সভাপতি ও প্রদর্শনীর আহ্বায়ক মজিবুর রহমান স্বপন বলেন, “আইসিটিএক্সপো ২০১৫ আয়োজনে ‘ইনোভেশন জোন’ থাকবে। সেখানে নবীনদের নানা উদ্ভাবন প্রদর্শিত হবে। এছাড়া গেইমিং প্রতিযোগিতা, রোবট শো, সেলব্রেটি শো হবে এই জোনে।”
মেলায় শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। বয়সভিত্তিক দুই বিভাগে ‘তোমার ভবিষৎ স্বপের ডিভাইস’ বিষয়ে অঙ্কন প্রতিযোগীতা ১৬ জুন বিকাল চারটায় অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন, ২০১৫/ রশিদা