তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের এই যুগে কাজের ক্ষেত্র বর্তমানে নিজ দেশ কিংবা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। কাজের ক্ষেত্র এখন বিশ্বব্যাপী উন্মুক্ত। বিভিন্ন উন্নয়নশীল দেশ থেকে উন্নত বিশ্বে দক্ষ, আধা দক্ষ এমনকি অদক্ষ শ্রমিক পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সংস্কৃতি চালু রয়েছে বিশ্বের অনেক দেশে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কারণ দেশের বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। তবে বিদেশে গিয়ে দৈহিক পরিশ্রম করেই যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হবে এমন নয়। বর্তমানে দেশে বসেই প্রযুক্তির সুবিধা ব্যবহার করে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাময় একটি খাত হচ্ছে তথ্য-প্রযুক্তির মাধ্যমে আউটসোর্সিং।
আউটসোর্সিং এ সহায়ক হিসেবে কিছু প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। যাদেরকে আউটসোর্সিং মার্কেটপ্লেস বলা হয়ে থাকে। শীর্ষ মার্কেটপ্লেস ওডেস্ক (www.odesk.com), ইল্যান্স (www.elance.com) এবং ফ্রিল্যান্সার ডট কম (www.freelancer.com) বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়েছে। প্রতিদ্বন্দ্বী ওডেস্ক ও ইল্যান্স অন লাইন মার্কেটপ্লেস হিসেবে নিজেদের সেরা প্রতিষ্ঠানের দাবি করে। ২০১২ সালের তথ্য অনুযায়ী, প্রতিটি সাইটে পাঁচ লাখেরও বেশি জব পোস্ট হয়েছে। ২০১২ সাল নাগাদ ওডেস্কে ৩০ লাখ ও ইল্যান্সে ২৫ লাখ ফ্রিল্যান্সার কাজ পাওয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে ওডেস্ক ও ইল্যান্স নিজেদের প্রতিদ্বন্দ্বী দাবি করলেও অর্থ ব্যয়ের হিসাবে ইল্যান্সের চেয়ে এগিয়ে রয়েছে ওডেস্ক।
ওডেস্কের এক তথ্য মতে, ঢাকার এ সফলতার পেছনে রয়েছে সস্তা শ্রম এবং ইংরেজিতে দক্ষতার বিষয়টি। ঢাকার ফ্রিল্যান্সাররা আউটসোর্সিং-এ ওডেস্কের মাধ্যমে যেসবকাজ বেশি করে থাকে তার মধ্যে অন্যতম- গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। ওডেস্কে আউটসোর্সিং- এ শীর্ষ শহরগুলোর মধ্যে রয়েছে ভারতের চন্ডিগড়, মোহালী, ঢাকা এবং ফিলিপাইন। ফিলিপাইন এবং আমেরিকার এক রিপোর্ট অনুসারে ভারত হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় আউসোর্সিং করা দেশ। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বর্তমানে গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট কাজ করে প্রতি মাসে গড়ে প্রায় এক হাজার ডলারের মতো আয় করে থাকে।
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) ৬ মাস মেয়াদি ''সার্টিফাইড আউটসোর্সিং প্রফেশনাল'' কোর্স চালু করেছে। কমপক্ষে এইচএসসি পাশ ও কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান সম্পন্নরা এ কোর্সে অংশ নিতে পারবেন। তাছাড়া কম্পিউটার সায়েন্স, কম্পিউটিং ইনফরমেশন সিস্টেমস, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক এন্ড ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আইটিতে ডিপ্লোমা, পলিটেকনিক ডিপ্লোমাধারী ও কম্পিউটার প্রফেশনালগণ উক্ত কোর্সে অংশ নিতে পারবেন। এ কোর্সে আউটসোর্সিং নিয়মাবলী থেকে শুরু করে আয় করা পর্যন্ত বিভিন্ন ধাপ হাতে কলমে শিখানো হবে এবং বৈদেশিক মুদ্রা শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে জমা হওয়া পর্যন্ত সহযোগিতা করা হয়।
বিস্তারিত: ডিআইআইটি, ১৯/১, পান্থপথ, ঢাকা-১২০৫। ফোন: ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৫/মাহবুব