এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। কিন্তু এবার হয়তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে নতুন কোনো ফর্মুলা নিয়ে ভাবতে হবে। কারণ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে এমন এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, নিরাপত্তার দিক থেকে যার ধারেকাছে কেউ থাকবে না। বিভিন্ন সংস্থা তো বটেই, এই সাইটে আপনার প্রোফাইল ট্র্যাক করতে পারবে না সরকারও। এমনই দাবি সাইটের প্রস্তুতকারক সংস্থা অ্যানোনিমাস-এর।
হ্যাকার গোষ্ঠী হিসেবে খ্যাত অ্যানোনিমাস বাজারে আনতে চলেছে নতুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, Minds.com। সংগঠনের বক্তব্য, অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতোই মিন্ডসও নিজের প্রোফাইলে আপডেট, শেয়ার, কমেন্ট, লাইক, মেসেজ করা যাবে। তবে এই সাইটের মূল বৈশিষ্ট হল, এর প্রাইভেসি। ব্যবহারকারীদের নিরাপত্তা যাতে কোনও ভাবে বিঘ্নিত না হয়, তার জন্য সাইটটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে কোন বেসরকারি সংস্থা, সরকার আপনার প্রোফাইল ট্র্যাক করতে না পারে।
এই সাইটের আরেকটি বৈশিষ্ট হল, ব্যবহারকারীরা বিভিন্ন পোস্টের সঙ্গে যত বেশি সম্পৃক্ত হবেন, তত পয়েন্ট বাড়তে থাকবে। যে ব্যবহারকারী যত বেশি অ্যাক্টিভ থাকবেন, তাকে বিশ্বের দরবারে প্রোমোট করবে মিন্ডস। ইতোমধ্যেই সাইটটি পরীক্ষামূলকভাবে চালু করেছে অ্যানোনিমাস।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৫/মাহবুব