স্মার্টফোন কেনার সময় অনেকেরই প্রশ্ন থাকে যে এটির ব্যাটারির ক্ষমতা কত। তবে বর্তমান সময়ের খুব কম স্মার্টফোনই গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম। তাই স্মার্টফোন ব্যবহারকারীদের এ বিষয়টি মাথায় রেখেই চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ঐকিটেল তৈরি করছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন।
কোম্পানিটি ওই ধরনের স্মার্টফোনের কয়েকটি ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশ করেছে। তবে ছবিগুলো দেখে স্লিম, স্টাইলিশ স্মার্টফোন ভক্তদের হতাশ হতে হবে। কারণ বাড়তি ক্ষমতার ব্যাটারি যুক্ত করতে গিয়ে স্মার্টফোনটি বেশ ভারি এবং বাড়তি পুরুত্বের করে তৈরি করতে হয়েছে।
তবে আপাতত প্রোটোটাইপের মধ্যেই সীমাবদ্ধ থাকছে উক্ত ব্যাটারি ক্ষমতাসম্পন্ন স্মার্টফোন। এমনকি কবে নাগাদ এগুলো বাজারে পাওয়া যাবে তাও নিশ্চিত করে জানানো হয়নি।
বিডি-প্রতিদিন/২২ জুন ২০১৫/শরীফ