পবিত্র রমজান মাস উপলক্ষে কিউবি সব গ্রাহকের জন্যই দারুণ কিছু সুযোগ-সুবিধা নিয়ে এসেছে। ফলে গ্রাহকেরা এই মাসে অধিকতর গতিসম্পন্ন ও অতিরিক্ত পরিমাণ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। নতুন মাসিক প্যাকেজ, প্রি-পেইড প্যাকেজ, বর্তমান মাসিক প্যাকেজ এবং এমনকি যেসব গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে তারাও কিউবির এসব সুবিধা উপভোগ করতে পারবেন!
কিউবির নিয়ে আসা এই অফারের আওতায় নতুন মাসিক প্যাকেজের গ্রাহকেরা এখন তাদের পছন্দের প্যাকেজে অতিরিক্ত ৬০ জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। প্রি-পেইড গ্রাহকদের জন্য রয়েছে যেকোনো অংকের রিচার্জের বিপরীতে ৩০০% পর্যন্ত বোনাস ভলিউম। যারা এক বছর কিংবা তার চেয়েও বেশি সময় ধরে কিউবির ইন্টারনেট ব্যবহার করে আসছেন তারা ইন্টারনেটে ডাবল স্পিড বা দ্বিগুণ গতি পাবেন এবং সেই সঙ্গে থাকছে ১০০% পর্যন্ত বোনাস। আর যেসব গ্রাহকের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদের জন্য আগের সব বকেয়া শতভাগ মওকুফ করার পাশাপাশি অতিরিক্ত ২০০ জিবি ইন্টারনেট ব্যবহারেরও সুযোগ রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৪ জুন, ২০১৫/ রশিদা