অ্যাপল মিউজিক আসার কথা আগামী সপ্তাহে। নির্দিষ্ট রেটের বিনিময়ে নেট থেকে সরাসরি গান শোনার (স্ট্রিমিং) পরিষেবা দেবে অ্যাপল। কিন্তু তার আগেই একই পরিষেবা বিনামূল্যে চালু করে দিল গুগল।
এর আগে মাসে ৯.৯৯ ডলারের পরিবর্তে দু’বছর গ্রাহককে নেটে গান শোনানোর পরিষেবা এনেছে গুগল প্লে মিউজিক। কিন্তু এবার তা বিনামূল্যে দিচ্ছে তারা। গান শোনার জন্য পয়সা গুনতে হবে না গ্রাহককে।
চলতি মাসের শুরুতেই অ্যাপল জানিয়েছিল, প্রথম তিন মাস বিনামূল্যে এবং তারপর থেকে মাসে ৯.৯৯ ডলার খরচে ৩০ জুন বাজারে আসছে তাদের নতুন পরিষেবা অ্যাপল মিউজিক। তারপরই হঠাৎ বিনামূল্যে গ্রাহককে গান শোনাতে এলো গুগল প্লে মিউজিক। সপ্তাহ শেষেই এ পরিষেবা পাওয়া যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্রযুক্তিচালিত মোবাইলেও।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৫/ রশিদা