উইন্ডোজ পিসিতে উইন্ডোজের স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করে দিয়ে বিতর্কের মুখে পড়েছে দক্ষিণ কোরিয়ার কম্পিউটার ও অন্যান্য প্রযুক্তি পণ্য নির্মাতা স্যামসাং। মাইক্রোসফটের একজন কারিগরি বিশেষজ্ঞ প্যাট্রিক বার্কার জানিয়েছেন, স্যামসাং নির্মিত বেশকিছু কম্পিউটারে তিনি স্যামসাং সফটওয়্যার কর্তৃক উইন্ডোজ আপডেট বন্ধ করে দেওয়ার সফটওয়্যার ডাউনলোড হতে দেখেছেন।
এই সফটওয়্যারগুলো উইন্ডোজের স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করে দেওয়ায় সংশ্লিষ্ট কম্পিউটারগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন তিনি। এদিকে মাইক্রোসফটের পক্ষ থেকে এমন ধরনের অভিযোগ সর্বতোভাবে সত্য নয় বলে জানিয়েছে স্যামসাং।
গ্রাহকরা উইন্ডোজ সফটওয়্যার কীভাবে ব্যবহার করবে, সেই স্বাধীনতা দেওয়ার জন্য তারা কাজ করছে জানিয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, 'এটা সত্য নয় যে আমরা কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আপডেট বন্ধ করে রাখছি। বরং গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে তা বাস্তবায়নের জন্যই আমরা তাদের জন্য অপশন বের করে দিয়েছি যাতে করে তারা নিজেদের চাহিদা অনুযায়ী সুবিধামতো সময়ে উইন্ডোজ আপডেট করে নেওয়ার সুযোগ পেতে পারে।'
স্যামসাংয়ের এই ব্যাখ্যা অবশ্য সন্তুষ্ট করতে পারেনি মাইক্রোসফটকে। এর প্রতিক্রিয়ায় প্যাট্রিক বার্কার বলেন, 'স্যামসাংয়ের সফটওয়্যারগুলো উইন্ডোজের স্বয়ংক্রিয় আপডেট বন্ধ করে রাখছে এবং গ্রাহককে নিজে থেকে এসব আপডেট ইনস্টল করে নিতে বলছে। ফলে উইন্ডোজ আপডেট যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করতে পারছে না।'
এই ধরনের পরিস্থিতি উইন্ডোজের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছে মাইক্রোসফট। উইন্ডোজ ব্যবহারকারীদের সুরক্ষার জন্য আপডেটকেই মূল হাতিয়ার হিসেবে অভিহিত করে মাইক্রোসফট বলেছে, 'উইন্ডোজ আপডেটকে কোনোভাবে বন্ধ বা পরিবর্তন করা হলে তা পিসির সুরক্ষাকে নিশ্চিতভাবেই ব্যহত করবে।'
বিডি-প্রতিদিন/২৮ জুন ২০১৫/শরীফ