আইওএস সমর্থিত ডিভাইসে ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ব্যবহারের সুযোগ রাখতে অ্যাপলকে ১০০ কোটি মার্কিন ডলার দিয়েছে কোম্পানিটি। এসব ডিভাইসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইফোন, ম্যাকবুক, অ্যাপল ওয়াচ।
খবরে বলা হয়, গুগলের বিরুদ্ধে করা এক মামলার নথিতে টেক সাম্রাজ্যের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এ অর্থ লেনদেনর প্রমাণ পাওয়া গেছে। অ্যান্ডয়েড তৈরির সময় লেনদেন ছাড়াই জাভা সফটওয়্যার ব্যবহারের অভিযোগে ওরাকল কর্পোরেশন এ মামলা দায়ের করে।
এর আগেও গবেষণা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি এই দুই টেক জায়ান্টের মধ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার লেনদেনের কথা জানিয়েছিল। তবে এবারই প্রথমবারের মত আদালতের নথিতে এ সংক্রান্ত প্রমাণ পাওয়া গেল। নথিতে বলা হয়, এ চুক্তির বদৌলতে অ্যাপল আইওএস ডিভাইসের মাধ্যমে গুগলের আয়ের ৩৪ ভাগ পেত।
এদিকে, এ ব্যাপারে গুগল বা অ্যাপলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। খববে আরো বলা হয়, উক্ত অর্থ লেনদেনের খবর প্রকাশেরর পর ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত নথি মুছে দেয়া হয়েছে। খবর ব্লুমবার্গ
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/শরীফ