মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার উপযোগী কত রকম অ্যাপই তো এখন চলে এসেছে। স্মার্টফোনে ব্যবহার উপযোগী এসব অ্যাপ মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এমন একটি অ্যাপ তৈরি হয়েছে যা কোনো দুর্যোগে ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা তা জানাবে।
ভূমি বা ভবন ধস অথবা ভূমিকম্পের মতো যেকোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা দুর্ঘটনায় কাজে দিবে অ্যাপটি। বিশেষ করে কোনো দুর্যোগের পরে পার্বত্য বা দুর্গম এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এই অবস্থায়ও যাতে দুর্যোগের শিকার মানুষের সন্ধান পাওয়া যায় সে লক্ষ্যেই অ্যাপটি তৈরি করা হয়েছে।
প্রদীপ ভারদ্বাজ নামে এক ভারতীয় ও তার কোম্পানি সিক্স সিগমা হাই আলটিচুড মেডিকেল সার্ভিসেস ফর রেস্কু অ্যাপটি তৈরি করেছে। একই কোম্পানি ২০১৩ সালের উত্তরাখণ্ডের প্রাকৃতিক দুর্যোগ বা ২০১৫ সালের নেপালের ভূমিকম্পের সময়ে বহু মানুষকে উদ্ধার করেছে।
ফার্স্টপোস্ট এক খবরে জানায়, যাবতীয় যাচাই বাছাই শেশে অ্যাপটিকে ছাড়পত্র দেবে ভারত সরকার।
নির্মাতা কোম্পানির দাবি, ইন্টারনেট কানেকশন এবং মোবাইল নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সাহায্যে অ্যাপটি কাজ করবে।
নির্মাতা কোম্পানির পক্ষ থেকে ভারতীয় সেনা জওয়ান এবং সমতল থেকে অনেকটা উচ্চতায় বসবাসকারীদের মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করে দেওযার জন্য দেশটির সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেন হমবাহে তুষারধসে চাপা পড়া সেনা জওয়ানদের মোবাইলে এই অ্যাপটি থাকলে তাদের উদ্ধার করা সহজ হতো বলে কোম্পানিটির দাবি।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ