আদালত গড়িয়ে ক্যাপিটাল হিলে আছড়ে পড়েছে সেলফোন (আইফোন) গ্রাহকের ব্যক্তি অধিকারের বিতর্ক। গ্রাহকের গোপনীয়তা রক্ষায় বদ্ধপরিকর অ্যাপল কোম্পানি। যুক্তরাষ্ট্রের সংবিধান প্রদত্ত অধিকার সুরক্ষায় তারা বিন্দুমাত্র কার্পণ্য করবে না। অপরদিকে এফবিআই বলেছে, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার যে আশংকা করা হচ্ছে, সে ব্যাপারে তথ্য উদঘাটনের স্বার্থেই গ্রাহকের পাসওয়ার্ড তাদের জানা দরকার।
ক্যালিফোর্নিয়ার সানবার্নান্দিনোতে মুসলিম দম্পতি কর্তৃক নির্বিচার গুলিবর্ষণের ঘটনার তদন্তের জন্যে ওই দম্পতির ব্যবহৃত একটি সেলফোনের ডাটা রিডিংয়ের জন্যে এফবিআই আপেলের দ্বারস্থ হয়েছে। আপেল কোম্পানি ওই ফোনের পাসওয়ার্ড প্রদানে অস্বীকৃতি জানিয়েছে। এক পর্যায়ে ক্যালিফোর্নিয়ার রিভারসাইডে অবস্থিত কোর্টের বিচারকও অ্যাপলকে ওই সেলফোনের পাসওয়ার্ড প্রদানের নির্দেশ দেন। এ নিয়ে তুমুল বিতর্ক চলছে গত এক মাস যাবত। সোমবার ব্রুকলিনে ফেডারেল জজ অপর এক মামলায় সেলফোনের পাসওয়ার্ড প্রদানের বিরুদ্ধে রায় প্রদান করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদে জুডিশিয়ারি কমিটিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। এফবিআই পরিচালক জেমস বি কমে এবং আপেলের আইন ও সরকার বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল কাউন্সেল ব্রুস সুয়েল তার বক্তব্যে বলেছেন, সেলফোন গ্রাহকদের গোপন তথ্য জানতে চাওয়ার ঘটনার মধ্য দিয়ে এফবিআই মারাত্মক ধরনের একটি দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছে। গ্রাহকের স্বার্থে আমরা সেটি করতে পারি না। কারণ এখন তারা চাচ্ছে সাঈদ রিজুয়ান ফারুকের সেলফোনের পাসওয়ার্ড। এটি দিলে, পরে তারা আরো মিলিয়ন আমেরিকানের পাসওয়ার্ড চাইবে। তাই আমরা নাগরিকের মৌলিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে এফবিআইকে আবারো অনুরোধ জানাচ্ছি তাদের সে প্রক্রিয়া থেকে সরে যাবার জন্যে।
অপরদিকে এফবিআই পরিচালক বলেন, মারাত্মক ধরনের সন্ত্রাসী হামলাসহ গুরুতর অপরাধে লিপ্তদের আইফোন কথোপথন জানা জরুরি। এটি যুক্তরাষ্ট্রের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই করতে হচ্ছে। এ অবস্থায় বিব্রত জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান বব গুডলেট বলেন, এ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে উত্তম স্থান হচ্ছে কংগ্রেস। নাগরিকের গোপনীয় তথ্য সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ইস্যু সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। আগে এমন পরিস্থিতির উদ্ভব হয়নি বলে আমাদেরকে গ্রহণযোগ্য একটি পন্থা অবলম্বন করতে হবে।
উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকার মধ্যেই শুনানি সমাপ্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ মার্চ, ২০১৬/ রশিদা