ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঠেকাতে 'এন্ড-টু-এন্ড এনক্রিপশন' যোগ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনে প্রেরকের পাঠানো বার্তা একমাত্র প্রাপকের ডিভাইসে বোধগম্য অবস্থায় পাওয়া যাবে। এই ব্যবস্থায় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বা কোনো সাইবার অপরাধী চক্র প্রেরকের পাঠানো বার্তা পড়ার সুযোগ পাবে না।
শুধু ক্ষুদে বার্তায়ই নয়, হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল বা ভয়েস কলেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনে থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণে 'এন্ড-টু এন্ড এনক্রিপশন' সুবিধা পাওয়া যাবে। মেসেজ পাঠানোর সময় এই সুবিধার ব্যাপারে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেখানো হবে। তিনি এন্ড-টু-এন্ড এনক্রিপশনকে সেটিংয়ে ডিফল্ট করলেই এই সুবিধা পাবেন। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/৭ এপ্রিল ২০১৬/শরীফ