স্মার্টফোনের জনপ্রিয় ফটোশেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে পৌঁছেছে। এর মধ্য দিয়ে অ্যাপটি টুইটারকে ছাড়িয়ে গেলো। হোম বিটি ডটকম এক খবরে এ কথা জানায়।
ফটোগ্রাফি ও সোস্যাল মিডিয়া অ্যাপটির তথ্য অনুযায়ী, প্রতিদিন ৩০ কোটিরও অধিক ব্যবহারকারী ইনস্টাগ্রাম ভিজিট করেন। সেখানে প্রতি মাসে সমসংখ্যক ব্যবহারকারী মাইক্রোব্লগিং সাইট টুইটারে ঢু মারেন। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অধিকাংশই যুক্তরাষ্ট্রের বাইরের মানুষ।
ফেসবুকের পরই জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে স্বীকৃত ইনস্টাগ্রাম। ২০১০ সালে জনপ্রিয় এই ফটো শেয়ারিং অ্যাপটি তৈরি করেন কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিগার। অ্যাপটির তুমুল জনপ্রিয়তা দেখে ২০১২ সালে ১০০ কোটি ডলারে এটি কিনে নেয় ফেসবুক।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৬/শরীফ