ব্যাকটেরিয়ার সাহায্যে স্মার্ট ফোন চলবে। ব্যাকেটেরিয়ার চলাফেরায় যে শক্তি তৈরি হবে, তাতেই চলবে ফোনের ব্যাটারি। একই সঙ্গে চলবে কম্পিউটারের অপটিক্যাল মাউস। শুনলে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও এটা বাস্তবে ঘটতে যাচ্ছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানীর দাবি, ব্যাকটেরিয়ার স্বাভাবিক চলাফেরায় যে শক্তি উৎপন্ন হয়, তা একত্র করে আণুবীক্ষণিক ‘উইন্ড-ফার্ম’ বা ‘হাওয়াকল’ বানিয়ে স্মার্টফোনের ব্যাটারি চলবে। এছাড়াও অন্যান্য যে কোনো আণুবীক্ষণিক যন্ত্রও একই পদ্ধতিতে চালানো সম্ভব!
বিডি-প্রতিদিন/ ১২ জুলাই, ২০১৬/ আফরোজ