সামরিক ক্ষেত্রে কার্যত প্রতিদিনই নিত্য নতুন আবিস্কার হচ্ছে। কীভাবে প্রাণ বাঁচিয়ে সুক্ষভাবে যুদ্ধ করা যায়, সেই লক্ষ্যেই কাজ করছেন গবেষকরা। সম্প্রতি এমনই একটি গবেষণায় নতুন এক ক্ষুদ্র যন্ত্র তৈরি করে ফেলেছেন গবেষকরা। যার সাহায্যে খুব সহজেই বিস্ফোরক সামগ্রী খুঁজে বের করা সম্ভব বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানাচ্ছেন গবেষকরা।
প্রকল্পের দায়িত্বে থাকা ওয়াশিংটন ইউনিভার্সিটি'র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের অধ্যাপক বারানিধারান রামান জানিয়েছেন, যন্ত্রটি দেখতে পঙ্গপালের মতো। ফলে একটি প্রাণীর মতোই এই ‘রোবটিক নাক’ রয়েছে এবং তা ব্যবহার করে বিপজ্জনক রাসায়নিক পদার্থের গন্ধ চিহ্নিত করা ও মনে রাখায় এদের প্রশিক্ষণ দেওয়া যাবে।
যদিও এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এই যন্ত্র কিংবা প্রযুক্তি সঠিকভাবে কাজ করলে লুকিয়ে রাখা বোমা খুঁজে পেতে আর প্রাণহানি ঘটবে না।
বিডি প্রতিদিন/১৩ জুলাই ২০১৬/হিমেল-০৮