নতুন চ্যাটবট নিয়ে কাজ করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। যেখানে ব্যবহারকারীর সাধারণ কিছু প্রশ্নের উত্তর দিতে সক্ষম অনুসন্ধান ফলাফল। এ ব্যাপারে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা রেস্তোঁরা বা সিনেমা হলের মতো ভেনুগুলো সম্পর্কে মৌলিক তথ্য বটগুলোর কাছে জিজ্ঞাসা করতে পারবে।
জানা গেছে, এটি ছাড়াও মাইক্রোসফট ইনফোবট নিয়েও পরীক্ষা চালাচ্ছে। এটি বিশেষ একটি চ্যাটবট যা ব্যবহাকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর উইকিপিডিয়া থেকে খুঁজে দেবে। ১০ মে বুধবার ডেভেলপারদের সম্মেলন ‘বিল্ড’ এ নিজেদের চ্যাটবট নিয়ে মাইক্রোসফট আরও তথ্য উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালে মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত টুইটার চ্যাটবট ‘ট্যায়’ উন্মোচন করে। এই চ্যাটবট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের টুইটে সাড়া দিতে পারে। তবে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে হিটলার ও তার গণহত্যা আর কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের পক্ষে টুইট করা শুরু করে এই চ্যাটবট। পরে মাইক্রোসফট এটি বন্ধ করে দেয়।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৭/ওয়াসিফ