বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো হংকং ভিত্তিক মোবাইল ব্র্যান্ড টেকনো মোবাইল।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে ট্রানশান হোল্ডিংসের ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী আনুষ্ঠানিক ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উইলি চুই, প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হকসহ অন্যান্যরা।
বাংলাদেশের বাজারে তাদের স্মার্টফোন ব্র্যান্ড ডিভাইসের মধ্যে ফিচার ফোন, স্মার্টফোন এবং ট্যাবলেট প্রস্তুতকরণ, সরবরাহ এবং বাজারজাতকরণ করে থাকে টেকনো মোবাইল। ২০০৬ সালে প্রতিষ্ঠা লাভের পর বর্তমানে বিশ্বব্যাপী ৪০টিরও বেশী দেশে টেকনো মোবাইলের কার্যক্রম চালু রয়েছে।
প্রাথমিকভাবে বাজারে আনা ক্যামন সিরিজ এর ক্যামন সি এক্স এয়ার, আই সিরিজের আই সেভেন, আই থ্রি স্মার্টফোনগুলোতে পিক্সেল এক্স ইমেজ প্রসেসিং প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এছাড়া গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিটি হ্যান্ডসেটে ১৩ মাসের ওয়ারেন্টির পাশাপাশি, বিক্রয়োত্তর ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে টেকনো মোবাইল। যা নিশ্চিত করবে ট্রানশান হোল্ডিংস এর সার্ভিসিং ব্র্যান্ড কার্লকেয়ার।
বিডিপ্রতিদিন/ ১৭ জুলাই, ২০১৭/ ই জাহান