দূরের মহাকাশে বিচরণের স্বপ্ন কমবেশি সবারই আছে। কিন্তু তা তো সবার পক্ষে পূরণ সম্ভব নয়। প্রযুক্তিও এতটা আধুনিক হয়নি। সেই সাধ কিছুটা পূরণ করার সুযোগ দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য থেকে তাদের তৈরি গ্রাফিক্সের মাধ্যমে ছায়াপথের গভীরেও ভার্চুয়ালি ভ্রমণ সম্ভব।
৩৬০ ডিগ্রি দৃষ্টিকোণ থেকে পৃথিবীর ২৬ হাজার আলোকবর্ষ (১৫০,০০০ ট্রিলিয়ন মাইল) দূরে ছায়াপথ দেখা যাবে। সূত্র : ডেইলি মেইল
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ফারজানা