পৃথিবীর চুম্বকীয় খুঁটিগুলো উল্টে যেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। স্যাটেলাইট পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা এ সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ও ইয়াহু ডটকম।
ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর ফলে বড় ধরনের ব্ল্যাক আউট বিপর্যয় ঘটতে পারে। পাশাপাশি এর ফলে পৃথিবীর কিছু কিছু অংশ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র গত ২০০ বছরে ১৫ শতাংশের মতো দুর্বল হয়ে গেছে। আর এটি পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুর খুঁটি উল্টে যাওয়ার একটি লক্ষণ হিসেবে ধারণা করা হচ্ছে।
আর যদি এটি ঘটে তাহলে পৃথিবীর ওজোন স্তরে সৌর বায়ু (সোলার উইন্ডস) ছিদ্র করতে পারে। যা পৃথিবীর পাওয়ার গ্রিডগুলো ধ্বংস করে দিতে পারে। আবহাওয়ার উপর প্রভাব ফেলবে। এবং ক্যান্সারের হার বাড়াবে।
ইউনিভার্সিটি অব কলারোডার ড্যানিয়েল বেকার বলেন, চুম্বকীয় খুঁটিগুলো উল্টে গেলে পৃথিবীর বিভিন্ন অংশ বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে।
বিডিপ্রতিদিন/ ৩১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান