১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৪:৫৬

ট্রুকলার অ্যাপের নানা সুবিধা জেনে নিন

অনলাইন ডেস্ক

ট্রুকলার অ্যাপের নানা সুবিধা জেনে নিন

অপরিচিত বা স্ক্যামবিষয়ক কল-এর হাত থেকে ফোন ব্যবহারকারীদের রক্ষা করতে পারে ট্রুকলার (Truecaller) অ্যাপ। কারণ অ্যাপটির সাহায্যে অপরিচিত কোনো নাম্বার থেকে কল এলেও, কে কল করেছিলেন তা শনাক্ত করা সম্ভব হবে। এ ছাড়াও ফোন ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে আরও বেশ কিছু সংখ্যক সেবা পাবেন।

এক নজরে জেনে নেয়া যাক, ট্রুকলার-এর সেবাগুলো সম্পর্কে-

১. প্রথমেই আপনার একটি প্রোফাইল তৈরি ও সেটিকে মডিফাই করতে পারবেন Truecaller-এ। আপনার নাম, ফোন নম্বর, ই-মেল আইডি এমনকী আপনার কর্মস্থলের প্রাথমিক পরিচিতিও জুড়ে দেওয়া যায় এই অ্যাপে। এর ফলে যখন আপনি এমন কাউকে ফোন করবেন- যার কাছে আপনার ফোন নম্বর নেই, আপনার নাম ও প্রাথমিক পরিচয় জেনে যাবেন।

২. আপনি বুঝি চান না আপনার এক্স গার্লফ্রেন্ড বা কোনও বিমা সংস্থার কর্মী আপনাকে ফোন করুক? খুব সহজেই আপনি অযাচিত সেই সব ব্যক্তির ফোন নম্বর ‘ব্লক’ ও ‘স্প্যাম’ বলে চিহ্নিত করতে পারবেন।

৩. ইন্টারনেট চালু না থাকলেও কাজ করে ট্রু-কলার। তবে আংশিকভাবে।

৪. এই অ্যাপটির মাধ্যমে ‘ভিডিও কল’-ও করা যায়। তবে যেহেতু ওই কলটি ‘গুগল ডুও’-র মাধ্যমে হয়, তাই আপনার স্মার্টফোনে ওই অ্যাপটিও থাকতে হবে। ট্রু-কলার-এর ইন্টারফেসেই ফোন কল, এসএমএস, ভিডিও কল, কাউকে ব্লক বা স্প্যাম বলে চিহ্নিত করা যায়।

৫. ট্রু-কলারকে আপনি সহজেই আপনার ফোনের ‘ডিফল্ট’ ডায়ালার হিসাবে সেট করতে পারেন। করতে পারেন মেসেজিং অ্যাপ হিসাবে। এর ফলে আপনি মিসড কল অ্যালার্ট বা নোটিফিকেশন পাবেন সহজেই।

৬. ট্রু-কলার অ্যাপটির ইন্টারফেস খুবই সহজ। এই অ্যাপটি খুললেই আপনি জরুরি পরিষেবা যেমন ব্লাড ব্যাঙ্ক, হাসপাতাল, ব্যাঙ্ক বা রেলের যাবতীয় ফোন নম্বর পেয়ে যাবেন।

৭. শুধু নাম বা স্রেফ ই-মেল আইডি মনে থাকলেও সেটি ব্যবহার করে এই অ্যাপে তাঁর ফোন নম্বর খুঁজে পেতে পারেন। তবে কিছু কিছু পরিষেবা পেতে আপনাকে সামান্য পয়সা খরচ করতে হবে।

৮. এমনিতে ট্রু-কলার একটি টপ রেটেড ফ্রি অ্যাপ। কিন্তু ওই যে বললাম, কিছু নির্দিষ্ট ও অতিরিক্ত পরিষেবা পেতে আপনাকে সামান্য কিছু পয়সা খরচ করতে হবে। নিতে হবে প্রিমিয়াম সার্ভিস।

৯. আপনি চাইলে আপনার নম্বরকে ট্রু-কলার থেকে ‘আনলিস্ট’ বা সরিয়েও নিতে পারেন। https://www.truecaller.com/unlisting ভিজিট করুন ও ধাপে ধাপে ট্রু-কলার থেকে নিজের নম্বরকে সরিয়ে ফেলুন।

১০. ট্রু-কলার অ্যাপেও রয়েছে ‘লাস্ট সিন’ অপশন। কে কতক্ষণ আগে অনলাইন ছিলেন বা ফোন করছিলেন- সে সবই অ্যাপটি খুললেই দেখা যায়।

১১. সারাদিন প্রচুর আজেবাজে এসএমএস আসছে। মেসেজিং ফিল্টার ‘অন’ করে নিন, সব জাঙ্ক এসএমএস একটি আলাদা স্প্যাম ফোল্ডারে গিয়ে জমা হবে। আপনার দরকারি এসএমএস আপনার কাছে সুরক্ষিত থাকবে।

বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর