২৬ জানুয়ারি, ২০২৩ ১৬:১৭

টিকটকের ডিজিটাল সেফটি ইভেন্ট

অনলাইন ডেস্ক

টিকটকের ডিজিটাল সেফটি ইভেন্ট

ক্রিয়েটরদের নিয়ে এই আয়োজনে ছিল অনলাইন সেফটি বিষয়ে একটি প্যানেল আলোচনা

বৈশ্বিক বিনোদন প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশে তাদের প্রথম ইভেন্ট আয়োজন করেছে। দেশের টিকটক ব্যবহারকারীদের জন্য ডিজিটাল সেফটি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রামের অংশ হিসেবে এই ইভেন্ট আয়োজন করেছে। দিন দিন ব্যবহারকারীর সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টিতে জোর দিতে ‘সেফারটুগেদার’ ক্যাম্পেইন চালু করেছে টিকটক ।    

ক্রিয়েটরদের নিয়ে এই আয়োজনে ছিল অনলাইন সেফটি বিষয়ে একটি প্যানেল আলোচনা। প্যানেল আলোচনায় দেশের জনপ্রিয় তারকা ও কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন, যাদের মধ্যে ছিলেন- জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল, এডুকেটর আয়মান সাদিক, অভিনেত্রী শবনম ফারিয়া, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ফাইজা এবং উপস্থাপিকা নীল হুরেরজাহান।

প্যানেল আলোচনায় ডিজিটাল সেফটির বিভিন্ন দিক যেমন- ভুল তথ্য, হয়রানি এবং সাইবার বুলিং, ইন্টারনেটের দায়িত্বশীল ও নিরাপদ ব্যবহার, নিরাপদ কনটেন্ট তৈরি নিয়ে আলোচনা করা হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর