বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধু গড় তাপমাত্রা নয়, বাড়ছে গভীর সমুদ্রের তাপমাত্রাও। এই উষ্ণায়ন সমুদ্রের নিচের বাস্তুসংস্থানকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। যার ফলাফল হতে পারে দীর্ঘমেয়াদী ও বিপর্যয়কর। সমুদ্রের পানি ক্রমশ লবণাক্ত হয়ে ওঠার পাশাপাশি অক্সিজেন ও পুষ্টির স্তরেও প্রভাব পড়ছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা সিআইএসআরও এবং চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের বিজ্ঞানীরা এক যৌথ গবেষণায় জানিয়েছেন, সমুদ্রের গভীরে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে। বৃহস্পতিবার বৈজ্ঞানিক সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত তাদের গবেষণায় উঠে এসেছে, সমুদ্রের গভীর অংশের উষ্ণায়নের প্রভাব এখনও অনেকাংশে উপেক্ষিত। এর ফলে জলবায়ু পরিবর্তনের পুরো মাত্রা বোঝা কঠিন হয়ে পড়ছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, উপকূলীয় সমুদ্রের উষ্ণতা নিয়ে গবেষণা থাকলেও গভীর সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে পর্যাপ্ত তথ্য জানা যায়নি। অথচ এই পরিবর্তন সমুদ্রের প্রবাল প্রাচীর থেকে শুরু করে অন্যান্য সামুদ্রিক প্রাণীর বাসস্থানে মারাত্মক প্রভাব ফেলছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের তলদেশে তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামুদ্রিক পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।
গবেষকরা সতর্ক করে বলেছেন, সামুদ্রিক উষ্ণায়নের কারণে বিশ্বব্যাপী সামুদ্রিক বাস্তুসংস্থান ও জীববৈচিত্র্যে যেসব পরিবর্তন আসছে, তা ভবিষ্যতে আরও বড় পরিবেশগত বিপর্যয় তৈরি করতে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল