দিল্লির শিক্ষা অধিদপ্তর শ্রেণিকক্ষে, গবেষণাগারে এবং গ্রন্থাগারে শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। শিক্ষকদের জন্য মোবাইলের পরিবর্তে স্মার্ট বোর্ড, প্রজেক্টর এবং কেওয়ান (K-Yan) ডিভাইস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও উন্নত করা।
এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর এবং আকর্ষণীয় শেখার পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। শেখানোর সময়, এমনকি অন্য শিক্ষক অনুপস্থিত থাকলেও পরিবর্তী ক্লাস পরিচালনার সময় মোবাইল ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক এবং অন্যান্য কর্মচারীদের শিক্ষাদান কার্যক্রম চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এটা শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং গ্রন্থাগারসহ অন্যান্য শিক্ষাপ্রাঙ্গণেও প্রযোজ্য।
শিক্ষা অধিদপ্তর আরও জানায়, শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে শেখাতে সহায়ক কেওয়ান ডিভাইসের ব্যবহারে গুরুত্ব দেওয়া উচিত। কেওয়ান হলো একটি মাল্টিফাংশনাল স্মার্ট ক্লাসরুম টুল, যা বিভিন্ন প্রযুক্তি একত্রিত করে শিক্ষাদানকে আরও কার্যকর করে তোলে।
এর আগে ২০২৩ সালে শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের জন্য দিল্লির সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনা নিষিদ্ধ করে। শিক্ষকদেরও শ্রেণিকক্ষ, খেলার মাঠ, গবেষণাগার এবং গ্রন্থাগারে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিভাবকদের নিশ্চিত করতে হবে তাদের সন্তানরা বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ফোন নিয়ে না আসে। যদি শিক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে আসে, তবে বিদ্যালয় কর্তৃপক্ষ মোবাইল ফোনগুলো একটি লকারে সংরক্ষণ করবে এবং বিদ্যালয়ের শেষে তা শিক্ষার্থীদের ফেরত দেবে।
বিডিপ্রতিদিন/কবিরুল