‘আই-দা’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এক অভিনব রোবট এখন নিজ হাতে ছবি আঁকতে সক্ষম। নারীর আদলে তৈরি এই রোবটটি যুক্তরাজ্যের বিশিষ্ট গণিতজ্ঞ ও কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ অ্যালেন টুরিংয়ের বিশাল আকারের একটি প্রতিকৃতি এঁকেছে। এই চিত্রকর্মের শিরোনাম ‘এডটআইডটগডডট পোর্ট্রেট অব অ্যালেন টুরিং (২০২৪)’,
নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস। নিলামে ছবিটির দাম ১ কোটি ৪৪ লাখ থেকে ২ কোটি ১৬ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে) বা ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের মধ্যে উঠতে পারে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
আই-দা রোবটের এই চিত্রকর্ম বিক্রি করে পাওয়া অর্থ রোবটটির আরও উন্নয়নে ব্যয় করা হবে। রোবটটির ছবির নির্ভুলতা ও সৃজনশীলতার পেছনে রয়েছে একটি বিশেষ অ্যালগরিদম। রোবটটির চোখে ক্যামেরা বসানো আছে, যা দিয়ে এটি চারপাশের দৃশ্য ধারণ করে এবং সেই অনুযায়ী ছবি আঁকতে পারে। ছবির রঙ মিলানোও রোবটটি নিজেই করতে সক্ষম, যা এটিকে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে।
২০১৯ সালে যুক্তরাজ্যে তৈরি এই আই-দা রোবটটি ইতোমধ্যে একাধিক সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিয়েছে। এই বছরের শুরুর দিকে জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের এক বৈশ্বিক সম্মেলনে আই-দা রোবটের আঁকা ছবি প্রদর্শন করা হয়। দুই বছর আগে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে বক্তৃতাও দিয়েছিল এই রোবট। সে সময় নিজের সম্পর্কে রোবটটি বলেছিল, আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই, আমি কেবল কম্পিউটার প্রোগ্রাম দ্বারা পরিচালিত। তবে আমি শিল্প তৈরি করতে পারি, যদিও আমি জীবিত নই।"
আই-দা রোবটের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার মধ্যে নতুন এক অধ্যায় শুরু হয়েছে, যা ভবিষ্যতে প্রযুক্তি এবং শিল্পের মেলবন্ধনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল