লন্ডনের হাই কোর্ট গুগলের পক্ষে রায় দিয়ে জানিয়েছে, ইউটিউবের ‘শর্টস’ প্ল্যাটফর্মের কারণে ব্রিটিশ ফিল্ম কোম্পানি শর্টস ইন্টারন্যাশনালের ট্রেডমার্ক ক্ষতিগ্রস্ত হবে না। এই রায়ের ফলে ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে করা শর্টস ইন্টারন্যাশনালের মামলা খারিজ হয়ে গেল।
শর্টস ইন্টারন্যাশনাল ছোট ফিল্ম প্রদর্শনে একটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করে। গত বছর গুগলের বিরুদ্ধে তারা মামলা করে। তাদের দাবি ছিল, ইউটিউবের ‘শর্টস’ প্ল্যাটফর্মের নাম তাদের ট্রেডমার্ককে লঙ্ঘন করছে। ২০২০ সালে টিকটকের প্রতিযোগিতায় ইউটিউব ‘শর্টস’ নামে মিনিট-দীর্ঘ ভিডিওর প্ল্যাটফর্ম চালু করে।
গুগলের আইনজীবী লিন্ডসে লেন আদালতে দাবি করেন, ইউটিউবের শর্টস পরিষেবা মূলত ইউটিউব থেকেই আসে, এতে শর্টস ইন্টারন্যাশনালের সাথে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।
বিচারক মাইকেল ট্যাপিন তার লিখিত রায়ে উল্লেখ করেন, গুগলের ‘শর্টস’ শব্দটি ব্যবহার ভোক্তাদের কাছে কোনো বিভ্রান্তি তৈরি করবে না এবং এটি শর্টস ইন্টারন্যাশনালের ট্রেডমার্কের স্বকীয়তা বা সুনাম ক্ষুণ্ণ করবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল