চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবার গুগল ক্রোমকে টক্কর দিতে নতুন ব্রাউজার উন্মোচনের পরিকল্পনা করছে। এই ব্রাউজার চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত থাকবে। এটা ব্যবহারকারীদের জন্য আরও নিখুঁত এবং নির্ভুল তথ্য প্রদর্শন নিশ্চিত করবে। এ উদ্যোগ সফল হলে ওপেনএআই সরাসরি গুগলের ক্রোম ব্রাউজারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ওপেনএআই ইতোমধ্যেই ব্রাউজারের প্রোটোটাইপ তৈরি করেছে। এই প্রোটোটাইপ পর্যালোচনার জন্য শীর্ষস্থানীয় অ্যাপ নির্মাতা এবং ওয়েবসাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে প্রতিষ্ঠানটি। কনডেন্যাস্ট, রেডফিন, ইভেন্টব্রাইট এবং প্রাইসলাইনের মতো নামকরা প্রতিষ্ঠান ইতোমধ্যে প্রোটোটাইপটি দেখেছে বলে জানা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিটির সফলতা ওপেনএআইকে প্রযুক্তি দুনিয়ায় এক বিশেষ অবস্থানে নিয়ে গেছে। নতুন ব্রাউজার এই জনপ্রিয়তাকে আরও ত্বরান্বিত করবে। এর আগেও ওপেনএআই ‘সার্চজিপিটি’ নামে একটি প্রিমিয়াম সার্চ ইঞ্জিন চালু করেছিল, যা ইতিবাচক সাড়া পেয়েছে।
গুগলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ সম্প্রতি মার্কিন বিচার বিভাগ গুগলের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে। গুগলকে ক্রোম ব্রাউজারকে আলাদা করে বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। এ অবস্থায় ওপেনএআইয়ের নতুন ব্রাউজার বাজারে এলে গুগলের একচেটিয়া আধিপত্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
যদি ওপেনএআইয়ের ব্রাউজারটি সফলভাবে উন্মোচিত হয়, এটি শুধু গুগল ক্রোম নয়, বরং পুরো ব্রাউজার ও সার্চ ইঞ্জিন বাজারে নতুন প্রতিযোগিতার সূচনা করবে। প্রযুক্তি দুনিয়ার নজর এখন ওপেনএআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে।
বিডিপ্রতিদিন/কবিরুল