ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি ইলন মাস্কের সঙ্গে তার জটিল সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। তিনি মাস্ককে ‘বুলি’ হিসেবে উল্লেখ করেন এবং জানান, মাস্কের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ানোর প্রবণতা রয়েছে। অল্টম্যান বলেন, এখন এটা আমার সঙ্গে হচ্ছে। এর আগে বেজোস, গেটস, জাকারবার্গসহ আরও অনেকের সঙ্গে হয়েছে।
তবে, অল্টম্যান মাস্কের অবদানের প্রশংসা করে তাকে ‘কিংবদন্তি উদ্যোক্তা’ হিসেবে বর্ণনা করেন। ২০১৫ সালে তারা একসঙ্গে ওপেনএআই প্রতিষ্ঠা করেন। তবে মাস্ক ২০১৮ সালে বোর্ড থেকে সরে যান এবং এরপর থেকে প্রতিষ্ঠানটির সমালোচক হয়ে ওঠেন। মাস্ক ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন।
অল্টম্যান মনে করেন, মাস্কের ওপেনএআই-এর সঙ্গে সমস্যার মূল কারণ নিয়ন্ত্রণের ইচ্ছা। তিনি বলেন, আমার বিশ্বাস, আমাদের সব কাজেই ইলন খুশি হতেন যদি তিনি ওপেনএআই-এর নিয়ন্ত্রণে থাকতেন।
তবে, দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অধীনে মাস্কের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগের বিষয়ে অল্টম্যান আত্মবিশ্বাস প্রকাশ করেন যে, মাস্ক তার ক্ষমতার অপব্যবহার করে প্রতিযোগীদের ক্ষতি করবেন না। তিনি বলেন, আমি বিশ্বাস করি, ইলন সঠিক কাজটাই করবেন।
উল্লেখ্য, মাস্ক বর্তমানে ওপেনএআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, তারা প্রকল্পের মূল অলাভজনক মিশন থেকে সরে এসেছে। তিনি xAI নামে একটি প্রতিষ্ঠানও চালু করেছেন, যা বিশ্বের অন্যতম মূল্যবান স্টার্টআপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল