দীর্ঘ ১২ দিনের ‘শিপমাস’ আয়োজনের শেষ দিনে ‘ওপেনএআই’ তাদের নতুন ০৩ এবং ০৩ মিনি মডেল প্রকাশের ঘোষণা দিয়েছে। এই মডেলগুলো বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ২০২৫ সালে প্রথমার্ধে তা প্রযুক্তি বাজারে আসবে।
বলা হচ্ছে, গুগল-এর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরও উন্নত মডেল তৈরি করতে যাচ্ছে ‘ওপেনএআই’। প্রযুক্তি বিশ্লেষকদের ভাষ্য- ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, নতুন এআই ০৩ মডেলটি জানুয়ারির শেষ নাগাদ এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ সংস্করণ ০৩ মিনি মডেলটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। যা বিদ্যমান ভাষাভাষী মডেলগুলোর মধ্যে ভালো পারফর্ম করতে সক্ষম হবে। ফলে নতুন বিনিয়োগের পাশাপাশি নতুন মডেলটি ব্যবহারকারীদের আকর্ষণ করবে। ওপেনএআই-এর দাবি, নির্দিষ্ট পরিস্থিতিতে- ০৩ মডেলটি এজিআই (আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স)-এর খুব কাছাকাছি পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, এটি ‘ওপেনএআই’-এর আগের ০১ মডেলের চেয়ে আরও শক্তিশালী হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ