বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভাঁজ করা যাবে মাউসও!

রকমারি ডেস্ক

ভাঁজ করা যাবে মাউসও!

ফোল্ডিং বা ভাঁজযোগ্য স্মার্টফোন এখন অপরিচিত কিছু নয়। এবার ভাঁজযোগ্য মাউস তৈরির প্রকল্প হাতে নিয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। সবকিছু ঠিক থাকলে এক থেকে দুই বছরের মধ্যেই এ ধরনের মাউস বাজারে পাওয়া যেতে পারে। গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ভাঁজযোগ্য আর্ক মাউস নিয়ে কাজ করছে টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির আর্ক মাউসের আগের ভার্সনটি বেশ হালকা ও সরু। তবে নতুন আর্ক মাউস আরও নমনীয় হতে পারে এবং একে ভাঁজ করাও যাবে। ফলে সহজেই বহন করা যাবে এই মাউস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর