শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

উইন্ডোজ ১০-এ ব্রাউজার পরিবর্তন আরও সহজ

টেক ডেস্ক

এজ ব্রাউজার ব্যবহারে বাধ্য করায় মাইক্রোসফট ব্যবহারকারী ও প্রযুক্তিবিদদের সমালোচনার শিকার হয়েছে। চাইলেও সহজে ব্রাউজার পরিবর্তন করা যেত না। আশার বাণী হচ্ছে শিগগিরই এ সমস্যার সমাধান হতে যাচ্ছে। চলতি বছরের মার্চে উইন্ডোজ ১১-তে ব্রাউজার পরিবর্তনের পদ্ধতি সংস্কার করা হয়েছে। তবে উইন্ডোজ ১০-এর পুরনো সংস্করণে এটি আরও সহজ ও পরিষ্কার। অন্যদিকে ক্রোম ব্রাউজার ও উইন্ডোজ ১০-এর ২২এইচ২ আপডেটের মাধ্যমে যে কেউ সহজেই তাদের ডিফল্ট ব্রাউজার সেটিংস থেকে পরিবর্তন করতে পারবে। এ জন্য মূল সেটিংসে প্রবেশ করে ডিফল্ট অ্যাপস ক্যাটাগরি থেকে অ্যাপ পরিবর্তন করা যাবে। বিশ্লেষকদের আশা, উইন্ডোজ ১১-তে এটি যুক্ত হলে আরও ভালো হবে। বাজারের অন্যান্য প্রতিযোগী ব্রাউজার ফায়ারফক্স ও অপেরা আগে থেকে ডিফল্ট ব্রাউজার পরিবর্তনে ওয়ান ক্লিক সুবিধা দিয়ে আসছে। গুগল ক্রোমও যদি এ পদ্ধতিতে কাজ করে, তাহলে ব্রাউজারগুলোর ফিচার ও কর্মক্ষমতাভিত্তিক প্রতিযোগিতা বাড়বে।              

সর্বশেষ খবর