সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নতুন বছরে টুইটার নিয়ে এসেছে নতুন ফিচার

নতুন বছরে টুইটার নিয়ে এসেছে নতুন ফিচার

নতুন বছরের প্রথম দিন থেকেই টুইটার ব্যবহারকারীরা পাচ্ছেন ‘নেভিগেশন’ নামের নতুন একটি ফিচার। টুইটারে অভিজ্ঞতাকে আরও সুন্দর করার জন্য নতুন ফিচারটি আনা হয়েছে বলে জানান টুইটার মালিক ইলন মাস্ক। এর ফলে টুইটারে নিজের পছন্দ ও বর্তমান ট্রেন্ড-টপিক সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। টুইটারের হোম পেজের একদম ওপরের ডানদিকের কোনায় একটি ‘তারা’ (স্টার সাইন) চিহ্ন দেখা যাবে। সেটা স্পর্শ করলেই পাল্টে যাবে সমসাময়িক সব ট্রেন্ড-টপিক ইত্যাদি। শুধু তাই নয়, আবার সহজেই ব্যবহারকারীরা ফিরে আসতে পারবেন পুরনো ছন্দে। ইলন মাস্ক আরও জানিয়েছেন, টুইটারের প্রস্তাবিত টুইট ও বিষয়গুলোকে আরও উন্নত করা হবে। কয়েকদিন আগেই টুইটার নতুন আরও একটি ফিচার এনেছে। এতে ব্যবহারকারীরা তাদের টুইট কতজন দেখেছেন, এবং কমেন্ট করছেন তা দেখতে পারবেন। পাশাপাশি টুইটারে ফিরে এসেছে ব্লু সাবস্ক্রিপশনও।

সর্বশেষ খবর