স্মার্টফোন থেকে সহজেই কম্পিউটারে ডাউনলোড করা যায় ছবি ও ভিডিও। এজন্য তিনটি উপায় রয়েছে। এগুলো হচ্ছে- ব্লুটুথ, ইউএসবি কেবল ও গুগল ফটোজ। স্মার্টফোন ও পিসি উভয় ডিভাইসকে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করে ছবি ও ভিডিও আদান-প্রদান করা যায়। এ প্রক্রিয়ায় ফাইল ধীরগতিতে স্থানান্তরিত হয়। ফলে ব্লুটুথে অনেক ফাইল নামানো সময়সাপেক্ষ। তবে ভালো উপায় গুগল ফটোজ। যে ই-মেইলের মাধ্যমে স্মার্টফোন চালু করা, ওই ই-মেইল পিসিতে সাইন-ইন করে ফটোজ অপশনে গেলে স্মার্টফোনে থাকা ফটো ও ভিডিও পিসিতে দেখা যাবে। এখান থেকে ইচ্ছামতো ছবি ও ভিডিও পিসিতে সংরক্ষিত রাখা যাবে। চাইলে স্মার্টফোনের জায়গা খালি করতে পিসি থেকেই ফোনের অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও মুছে ফেলা যাবে। ফোন থেকে উইন্ডোজ পিসিতে সহজেই ইউএসবি কেবলের মাধ্যমে ছবি নামানো যায়। তবে ম্যাক ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড ফাইল ট্রান্সফার অ্যাপ ইনস্টল করতে হবে।