জরুরি সময়ে ফোনের লক খুলে গুগল ম্যাপে ঢোকা খুবই ঝামেলার ব্যাপার। এ ছাড়া অনেক সময় ফোনের চার্জ কম থাকে, এসব জরুরি মুহূর্তে ফোন লক করেই গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। এবার গুগল ম্যাপে একটি নতুন ফিচার এসেছে, যার মাধ্যমে আপনি ফোন না খুলেই রুট দেখতে পারবেন। অর্থাৎ ফোন লক থাকাকালীনই আপনি রুট দেখে গাড়ি চালাতে পারবেন বা সেই রাস্তায় যেতে পারবেন। এই ফিচারের নাম রাখা হয়েছে, ‘গ্লান্সেবল ডিরেকশন’। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ফোনের লক স্ক্রিনে নিজেই রুট দেখতে পারবেন। এটি আপনাকে রিয়েল-টাইম আপডেট দেবে। স্মার্টফোনের লক স্ক্রিনে সরাসরি রাস্তা সংক্রান্ত তথ্য যেমন আগমনের আনুমানিক সময় এবং ডাইভারশন দেখতে পাবেন। এর সাহায্যে কোনো ঝামেলা ছাড়াই সহজেই নেভিগেট করতে পারবেন। আর ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ারও কোনো সমস্যা থাকবে না। এই ফিচারটি ধীরে ধীরে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফরমে সব ব্যবহারকারীর জন্য চালু করা হচ্ছে। অ্যান্ড্রয়েড সংস্করণ ১১.১১৬ এবং আইওএস সংস্করণ ৬.১০৪.২ ব্যবহারকারীরা এই ফিচারটি পাচ্ছেন। দেখে নিন এই ফিচারটি কীভাবে ব্যবহার করবে-
>> প্রথমে গুগল ম্যাপস অ্যাপ খুলুন।
>> উপরের ডানদিকে কোনায় আপনার প্রোফাইল ফটোতে ক্লিক করুন।
>> এরপর ‘সেটিংস’-এ যান।
>> এখানে ‘নেভিগেশন সেটিংস’-এ যান।
>> এরপর আপনি ‘নেভিগেট করার সময় গ্লান্সেবল ডিরেকশন’ অপশনটি পাবেন। এটি চালু করে দিন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        