তিন বছর আগে কাজ শুরু হলেও কাজ শেষ হয়নি রামপুরার নর্থ ইউলুপের। আর ইউলুপ তৈরিতে ধীর গতির নির্মাণ কারণে প্রতিদিনই যানজট ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ইউলুপ দুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ৮-১০ মাসের মধ্যে। ইউলুপ দুটির একটি হলো সাউথ ইউলুপ। অপরটি নর্থ ইউলুপ। সাউথ ইউলুপের অবস্থান হাতিরঝিলের দক্ষিণ পাশে বিটিভি ভবনের সামনে। আর নর্থ ইউলুপটি নির্মাণ করা হচ্ছে মেরুল বাড্ডার কাঁচাবাজার সংলগ্ন এলাকায়। ইউলুপ দুটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৭৬ কোটি টাকা। দুই বছর পর করে সাউথ ইউলুপ চালু হলেও নর্থ ইউলুপের কেবল পিলারের কাজ চলছে। জানা যায়, সাউথ ইউলুপটির দক্ষিণ প্রান্তে স্টাফ কোয়ার্টার। সেখানে বনশ্রী থেকে আসা যানবাহনগুলো বামে মোড় নিয়ে খিলগাঁও-মৌচাকের গন্তব্যে যায়। আবার পশ্চিম রামপুরা, মীরবাগ, হাজীপাড়া, মৌচাক ও খিলগাঁও থেকে আসা যানবাহনগুলোও ব্রিজের পূর্ব প্রান্তে এসে বামে মোড় নিয়ে হাতিরঝিল, ডানে মোড় নিয়ে বনশ্রী প্রধান সড়ক এবং সোজা চলে যায় মেরুল-বাড্ডার গন্তব্যে। একইভাবে উত্তর প্রান্তেও হাতিরঝিল থেকে বের হওয়া গাড়িগুলো ডানে মোড় নিয়ে রামপুরার দিকে, বামে মোড় নিয়ে কুড়িল বিশ্বরোডের গন্তব্যে যায়। এ ছাড়া এয়ারপোর্ট, উত্তরা, কুড়িল থেকে আসা যানবাহনগুলোকেও রামপুরা ব্রিজ হয়ে বিভিন্ন গন্তব্যে যেতে হয়। ফলে নানা গন্তব্যের এই সম্মিলনস্থলটিতে সৃষ্টি হয় তীব্র যানজট। আর সে কারণেই ৪৫০ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৭ মিটার থেকে ১০ দশমিক ৭ মিটার প্রস্থের এই ইউলুপটির দিকেই এখন তাকিয়ে আছে মানুষ। সাউথ ইউলুপটি চালু হলেও মেরুল বাড্ডায় নির্মাণাধীন নর্থ ইউলুপের কাজ সবেমাত্র শুরু হয়েছে। এতদিন জমি অধিগ্রহণের জটিলতায় আটকে ছিল ইউলুপের কাজ। সম্প্রতি সরেজমিন দেখা যায়, ৪৩৭ মিটার দৈর্ঘ্যের ইউলুপটি নির্মাণের রাস্তার মাটি সমানকরণ এবং পাইলিংয়ের কাজ চলছে। গত বছর উদ্বোধনের টার্গেট ছিল বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এ বছরও উদ্বোধনের কোনো সংকেত দেখা যাচ্ছে না। মেরুল বাড্ডার বাসিন্দা ইলিয়াস আলী বলেন, এমন কোনো দিন নেই যে এই জায়গায় জ্যামে পড়তে হয় না। কবে থেকে শুনছি ইউলুপ হবে, কিন্তু কাজ শেষ করার কোনো লক্ষণ তো দেখি না।
শিরোনাম
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
কবে চালু হবে নর্থ ইউলুপ
জয়শ্রী ভাদুড়ী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম