রাজধানীর এফডিসির মোড় থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কজুড়ে গড়ে উঠেছে অবৈধ পার্কিং। মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারওয়ান বাজার অংশের নিচে বিভিন্ন সরকারি-বেসরকারি কোম্পানির স্টাফ বাস সড়কটিতে স্ট্যান্ড করে রাখে। প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত এই সড়কটির তিন লেনের দুই লেনই বাসগুলোর অবৈধ দখলে থাকে। এতে পুরো সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। এই সড়কটি পার হতে কখনো কখনো ঘণ্টাও পার হয়ে যায়। অবৈধ এই স্ট্যান্ড উচ্ছেদে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
সরেজমিনে দেখা যায়, এফডিসি মোড় থেকে কারওয়ান বাজার অংশে সারি সারি করে রাখা হয়েছে অর্ধশতাধিক বাস। এগুলোর গ্লাসে লেখা স্টাফ বাস। প্রতিটি বাসে স্টিকার সংবলিত লেখা রয়েছে- ঢাকা ওয়াসা, এসেনসিয়াল ড্রাগসসহ বিভিন্ন সংস্থার স্টাফ বাস। এই বাসগুলো ফ্লাইওভারের নিচের অংশে সড়কে রাখা হয়। প্রতিদিনই সকাল ৮টা থেকে বিকাল ৫/৬টা পর্যন্ত বাসগুলো দাঁড়িয়ে থাকে। এসব বাসে মূলত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেওয়া করা হয়। নির্ধারিত গন্তব্য থেকে সকালে যাত্রী আনার পর বিকাল পর্যন্ত এই বাসগুলো এখানেই স্ট্যান্ড করে থাকে। এই সড়কটির তিন লেনের দুই লেনই বাসগুলোর দখলে থাকে। আর এক লেন ফ্রি থাকলেও অফিস আওয়ারে দীর্ঘ যানজট পড়ে যায়। এ ছাড়া প্রতিদিন ভোরে কারওয়ান বাজার মাছের আড়তের সামনের সড়কটিও মিনি ট্রাকের দখলে থাকে। পাইকাররা মাছ কিংবা সবজি নিয়ে ট্রাকগুলো সড়কে রাখে। এতে সকালেও দীর্ঘ যানজট থাকে সড়কটিতে। এই সড়কটির নিয়ন্ত্রণের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশনের। কিন্তু সব সময় সড়কটি অবৈধ দখলে থাকলেও সংস্থাটিকে কোনো ব্যবস্থা নিতে দেখেননি সড়ক ব্যবহারকারীরা। এফডিসির মোড়ে কথা হয় মধুবাগের বাসিন্দা ইসমাইল হোসেনের সঙ্গে। তিনি কারওয়ান বাজারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি বলেন, মধুবাগ থেকে কারওয়ান বাজারের দূরত্ব তিন কিলোমিটার। প্রতিদিন মোটরসাইকেলে যাতায়াত করি। এই সড়কটুকু অতিক্রম করতে আধাঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লেগে যায়। বিশেষ করে এফডিসি থেকে কারওয়ান বাজার পৌঁছতে সময় বেশি নষ্ট হয়। ইসমাইল আরও বলেন, এই এলাকাটির দায়িত্বে সিটি করপোরেশন। কিন্তু সব সময় সড়কটি এক-তৃতীয়াংশ দখলে থাকে। সিটি করপোরেশন উচ্ছেদ করতে কখনো দেখিনি।
বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে আসা এক প্রাইভেটকারের যাত্রী মো. মানিক রহমান বলেন, আমার বাসা উত্তরা এলাকায়। বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে আসতে ২০ মিনিটের মতো সময় লেগেছে। কিন্তু র্যাম্প পার হতেই লেগে গেছে ৩০ মিনিট। এখন ইউটার্ন নিয়ে এফডিসির সড়কে আরও ৩০ মিনিট হয়ে গেল। তবুও কারওয়ান বাজার পৌঁছাতে পারিনি। কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ী যাওয়া মোটরসাইকেল চালক নীরব হাসান বলেন, বাংলামোটর সড়কে জটলা থাকায় এফডিসির সড়ক দিয়ে যাত্রাবাড়ী যেতে চেয়েছিলাম। কিন্তু এফডিসি সড়কে এসে ঝামেলায় পড়েছি। যানজট লাগলেও খুব সহজে সমাধান হয় না।
সিএনজি অটোরিকশাচালক হাশেম মিয়া বলেন, গুলশান-২ থেকে বসুন্ধরা সিটি শপিং মলে যাবেন, হাতিরঝিল পর্যন্ত সহজে আসলেও এফডিসির সড়ক পার হতে এক ঘণ্টার মতো লেগে যাচ্ছে। মূলত পুরো রাস্তাজুড়ে বাস রাখা হয়েছে। এই বাসগুলোর জন্য অর্ধেকের বেশি সড়ক দখল হয়ে আছে। আমি ৪০ মিনিট ধরে বসে আছি। তারপরও এতটুকু সড়ক পার হতে পারলাম না। সড়কে থাকা স্টাফ বাসের একজন চালক জানান, এখানে স্ট্যান্ড করা যেসব বাস আছে এগুলো বেশির ভাগ চুক্তিভিত্তিক গাড়ি। আবার কিছু বাস এই এলাকার কিছু কোম্পানির নিজস্ব। এগুলো অফিসের সামনে রাখা যায় না বলে সড়কে রাখা হয়। এখন অন্য কোথাও জায়গা না থাকায় এখানে বাধ্য হয়ে গাড়ি রাখতে হচ্ছে বলে জানান এই চালক।