কুমিল্লা নগরীর পুকুর-দীঘিগুলো মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে পুকুরগুলো পরিষ্কার না করায় সেখানে কচুরিপানা ও কচু গাছ জন্মেছে। সেখানে আবার অনেকে ময়লা ফেলছে। এতে মশার বংশবৃদ্ধি পাচ্ছে। নগরী ঘুরে দেখা যায়, নগরীতে সরকারি ও ব্যক্তিমালিকানার অর্ধশতাধিক পুকুর-দীঘি দীর্ঘদিন পরিষ্কার করা হচ্ছে না। বিশেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের পাশের পুকুর, আদালতের উত্তর পাশের পুকুর, টিএন্ডটি অফিসের পাশের পুকুর ও ফয়জুন্নেসা স্কুলের পাশের পুকুর দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি। অনেকে আবার ভরাট করার পরিকল্পনায়ও পুকুরগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি চিকুনগুনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নগরবাসী মশা নিয়ে আতঙ্কে রয়েছে। সবাই মশা রোধে পুকুর-দীঘিগুলো পরিষ্কার রাখার দাবি জানিয়েছেন। কুমিল্লা নগরীর বাসিন্দা লেখক আবদুল আউয়াল হেনা ও নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকার মোশারফ হোসেন বলেন, সরকারি ও ব্যক্তিমালিকানার অর্ধশতাধিক পুকুর-দীঘি দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। এগুলো এখন মশা উৎপাদনের কারখানা হয়ে গেছে। নগরীতে এখন জ্বরের প্রকোপ বেড়েছে। নগরবাসীর স্বাস্থ্য নিরাপত্তায় এগুলো দ্রুত পরিষ্কার করা প্রয়োজন। কুমিল্লার সিভিল সার্জন ডা. মজিবুর রহমান বলেন, স্বচ্ছ বদ্ধ পানিতে এডিস মশার জন্ম হয়। এডিস মশা চিকুনগুনিয়া রোগীর শরীর থেকে দ্রুত রোগ ছড়িয়ে দেয়। কুমিল্লার কচুরিপানা ও কচু গাছে ভরপুর পুকুরগুলোতে এডিস মশার বংশবৃদ্ধি পাচ্ছে। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে পুকুরগুলো পরিষ্কার রাখা প্রয়োজন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, সরকারি-ব্যক্তিমালিকানাধীন পুকুর-দীঘিগুলো পরিষ্কার করার জন্য আমরা চিঠি দেব। কেউ সহযোগিতা চাইলে আমরা নিজেদের লোকবল দিয়ে পরিষ্কার করে দেব। এদিকে মশা নিধনে আমরা বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ছিটিয়ে দিচ্ছি।
শিরোনাম
- গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক : তানজিন তিশা
- টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
- ১৪ বলে ৩৯ রান, তবু সুপার ওভারে নেই রিশাদ! প্রতিপক্ষও অবাক
- এআই এজেন্ট: শুধু নির্দেশ নয়, নিজেরাই নিচ্ছে সিদ্ধান্ত
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
মশা উৎপাদনের কারখানা !
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর