রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় শব্দ দূষণমুক্ত ‘নীরব এলাকা’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় রাজশাহী সিটি করপোরেশন এবং পরিবেশ অধিদফতর যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিক তৎপরতাসহ সভা করেছে সিটি করপোরেশন।
সভায় জানানো হয়, মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীকে একটি পরিচ্ছন্ন, উন্নত, পরিবেশসম্মত, আধুনিক ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহীর সুনাম দেশজুড়ে। বাতাসে ক্ষতিকারক ধূলিকণা কমানোয় বিশে^র সেরা শহর রাজশাহী।

উল্লেখ্য, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং তার চারদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদফতর শব্দ দূষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে প্রত্যেক বিভাগীয় শহরে এক বা একাধিক এলাকা/স্থানকে নীরব এলাকা ঘোষণার মাধ্যমে শব্দদূষণ রোধের উদ্যোগ নিয়েছে। ওই প্রকল্পের আওতায় রাজশাহীতে ‘নীরব এলাকা’ চিহ্নিত কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে।