শিরোনাম
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পোস্টারে আড়াল রাবির সৌন্দর্য

কাজী শাহেদ, রাজশাহী

পোস্টারে আড়াল রাবির সৌন্দর্য

ব্যানার-পোস্টারে ঢাকা পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটক। চারদিকে ব্যানার-পোস্টারে যেন বিলবোর্ডে পরিণত হয়েছে ফটকটি। এর ফলে সৌন্দর্য হারাচ্ছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠ। এমনকি বিশ্ববিদ্যালয়ের মূল লোগোর (প্রতীক) আশপাশ পর্যন্ত ঢেকে গেছে নানা প্রচারণামূলক ব্যানার- পোস্টারে। এসব অপসারণে প্রশাসনের নেই কোনো জোরালো উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ এর সীমানা প্রাচীর ঘেঁষে কোচিং সেন্টার, পাবলিক ও বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ ও হাসপাতালে ভর্তির বিজ্ঞাপন ও পোস্টার। লাগানো হয়েছে বিভিন্ন ধরনের খাবার, মেস ও বাড়ি ভাড়াসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন। আবার ক্যাম্পাসসহ আশপাশের এলাকা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা, সম্মেলন ও নির্বাচনের প্রচারণামূলক পোস্টার, ব্যানার ও বিলবোর্ড ঝুলছে।

শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের প্রতীক ব্যবহৃত হওয়ায় এটি একটি সম্মানের জায়গা। তাছাড়া এটি দেখতে সুন্দর ও আমাদের কাছে গর্বের জায়গা। কিন্তু কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মী এভাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার ও পোস্টার লাগিয়ে নিজেদের প্রচার করতে চায়। শিক্ষার্থী কুতুব উদ্দীন বলেন, প্রধান ফটকে এখন যেভাবে পোস্টার, ব্যানার ও বিলবোর্ড সাঁটানো আছে তা দেখে কারও মনে হবে না এটা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শুধু বিশ্ববিদ্যালয়ের প্রচার-প্রচরণা, বিভিন্ন প্রয়োজনীয় কিছু বিষয় থাকার কথা। তবে অনেক সময় বিভিন্ন সংগঠন পোস্টার ও ব্যানার লাগানোর অনুমতি নিতে আসলে আমরা তাদের নিষেধ করে দিই। তখন এটাও বলে দিই কোথায় কোথায় এগুলো লাগানো নিষেধ।’ তিনি আরও বলেন, ‘প্রধান ফটক বিশ্ববিদ্যালয়ের মূল ভূখন্ডের বাইরে হওয়ায় যারা আমার ছাত্র না বা বাইরের মানুষই এ কাজগুলো করে। পোস্টার ও ব্যানার দেখে পরিচয় শনাক্ত করে আমি অনেক সময় তাদের কাছে ফোন করি।’ সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, পোস্টারের নগরীতে পরিণত হয়েছে পুরো রাজশাহী। এগুলো পরিচ্ছন্ন করতে অনেক ব্যয় হয়। নাগরিকরা সচেতন না হলে নগর সৌন্দর্য ধরে রাখা কঠিন। তারপরও সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে পোস্টার, ব্যানার অপসারণ করা হয়। ডিসেম্বরের পরে আবারও এগুলো অপসারণে উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ খবর