বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

HBsAg পজিটিভ হলেই কি চিকিৎসা করাতে হবে?

HBsAg পজিটিভ মানে হলো রক্তে লিভার ধ্বংসকারী ভাইরাস হেপাটাইটিস ‘বি’-এর সংক্রমণ রয়েছে, যা থেকে একিউট হেপাটাইটিস হয়ে জন্ডিস হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে HBsAg নেগেটিভ হয়ে যেতে পারে; ইনঅ্যাকটিভ ক্রনিক ক্যারিয়ার স্টেট হয়ে লিভার ও শরীরে কোনোরূপ ক্ষতিকর প্রভাব না ঘটিয়ে আজীবন রক্তের মধ্যে অক্রিয় অবস্থায় থেকে যাওয়া এবং আজীবন HBsAg পজিটিভ দেখানো; ক্রনিক লিভার ডিজিজ করে কোনোরূপ জটিলতা ছাড়াই শুধু লিভার সিরোসিস করা; ক্রনিক লিভার ডিজিজ করে তারই জটিলতাসহ অ্যাসাইটিস বা পেটে পানি, পায়ে পানি, রক্তবমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া, দাঁতের মাড়ি, নাক হতে কিংবা পায়ুপথে রক্তপাত ইত্যাদি অথবা সরাসরি লিভারে HCC বা লিভার ক্যান্সারের আবির্ভাব ঘটাতে পারে। তদুপরি নিজ দেশে ভালো কোনো চাকরি পাওয়া যায় না কিংবা বিদেশেও চাকরির জন্য অযোগ্য হতে হয়। তাই HBsAg পজিটিভ হলে যথাসম্ভব দ্রুত একজন দক্ষ ও অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে নিম্নোক্ত পরীক্ষাগুলো করিয়ে নিয়ে চিকিৎসা নিতে হবে কিংবা নির্দিষ্ট সময় পর পর ফলোআপে বা পর্যবেক্ষণে থাকতে হবে...

SGPT
HBeAg
AntiHBe
AntiHBs
HBV-DNA (PCR)
USG of W/A
Fibroscan of liver
Endoscopy of UGIT
AntiHCV

আর চিকিৎসা নেওয়ার আগে এ বিষয়টি খেয়ালে রাখতে হবে যে, হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল। চিকিৎসা করালে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং কিছু ক্ষেত্রে নিরাময়যোগ্য। একবার চিকিৎসা শুরু করলে মাঝপথে থেমে যাওয়া যাবে না। চিকিৎসা সম্পূর্ণ করতে হবে এবং সফলভাবে চিকিৎসা শেষে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের পরামর্শমতো ওষুধ খাওয়া বন্ধ করতে হবে।

 

লেখক : ডা. এম সাঈদুল হক

লিভার, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর।

সর্বশেষ খবর